বগূড়ার শিয়া মসজিদে নামাজ পড়া আবার শুরু হয়েছে

শিয়া মসজিদে
নামাজ শুরু
বগুড়ার শিয়া মসজিদে আবার নামাজ পড়া শুরু হয়েছে। পুলিশ প্রহরার মধ্যে রোববার জোহর নামাজ পড়েন ১৫ জন মুসল্লি। বৃহস্পতিবারের সন্ত্রাসী ঘটনার পর মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে গিয়েছিল। ওই হামলায় মুয়াজ্জিন নিহত হন। আহত হন আরো তিনজন। প্রায় ৪০০ জন শিয়া সম্প্রদায়ের মানুষ এই এলাকায় বসবাস করেন। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। র‌্যাব-পুলিশ সার্বক্ষণিক প্রহরায় রয়েছে। নিহত মুয়াজ্জিনের কুলখানি উপলক্ষে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে শিয়া সম্প্রদায়। বাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় সাংবাদিক শামসুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এই মসজিদে গুলির ঘটনা তদন্তে পুলিশের তরফে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওদিকে ঢাকাস্থ ইরানীয় দূতাবাস এক বিবৃতিতে সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে। বলেছে, কোন মুসলমান মসজিদে হামলা করতে পারে না।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

mrc shia