সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন রাজস্থানের মুসলমান মন্ত্রী

Shiv Mandir

সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে রাজস্থানের একজন মুসলমান মন্ত্রী পোখরানে একটি শিব মন্দিরে গিয়ে যথাবিহিত পুজো দিয়ে এসেছেন।

ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার শবরীমালা মন্দির কর্তৃপক্ষ যখন দুই মহিলার প্রবেশ ও পূজা দেওয়ার জেরে ধর্মীয় অসহিষ্ণুতা প্রদর্শন করলেন, তাঁরা দরজা খোলার আগে মন্দির তথাকথিত শুদ্ধ করে নিয়েছেন এবং প্রতিবাদে আগামী কাল সমগ্র কেরালা রাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছেন, তখন দেশের পশ্চিম প্রান্তে রাজস্থানের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শালেহ্ মহম্মদ জয়সলমের জেলার পোখরানে একটি শিব মন্দিরে গিয়ে বিশেষ রুদ্রাভিষেক পুজো দিয়ে এসেছেন। মন্দিরের পুরোহিত মধু চাঙ্গানি জানান, উনি আগেও এই মন্দিরে পুজো দিয়েছেন। ওই অঞ্চলের সিন্ধি মুসলিম ধর্মগুরু গাজি ফকির, যিনি হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের শ্রদ্ধার পাত্র, শালেহ্ তাঁরই পুত্র। তিনি বলেন, পশ্চিম রাজস্থানে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। আমি নিজস্ব বিশ্বাস থেকে পুজো দিই। হিন্দুরাও আজমের শরিফে গিয়ে দরগায় চাদর চড়িয়ে আসেন। এটাই তো স্বাভাবিক।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন রাজস্থানের মুসলমান মন্ত্রী