যুক্তরাষ্ট্রে অভিন্ন ব্যয়বরাদ্দ প্রস্তাবে প্রধান দু’দল একমত না হওয়ায় সাময়িক কর্মচ্যুতি শুরূ

রেপাবলিকান দলের প্রাধান্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে একটা সিদ্ধান্ত হয়েছে যে সরকার যদি ইতিমধ্যেই কংগ্রেসে অনুমোদিত বহূল আলোচিত স্বাস্থ পরিচর্যা আইন বা এ্যাফোরডেবল হেলথ কেয়ার যা কিনা ওবামা কেয়ার নামেও পরিচিত সেটার বাস্তবায়ন এক বছর বন্ধ রাখে তাহ’লে তারা সরকারী কাজ কর্ম চালু রাখার প্রক্রিয়ায় সায় দেবে । ডেমোক্র্যাট প্রাধান্যের সেনেট সভা এটাকে রেপাবলিকান দলের ব্ল্যকমেইলিং নামে আখ্যায়িত করে এটা মানতে অসম্মতি জানিয়েছে ।
প্রধান দু’ই দলের এই মতদ্বৈধতার কারনে যুক্তরাষ্ট্রে এখন কেন্দ্রীয় সরকারের প্রায় আট লক্ষ কর্মচারির সাময়িক কর্মচ্যুতি শুরূ হয়েছে । ওদিকে , ১৭ অক্টোবরের একটা সময় সীমা আছে যার ভেতরে সরকারের ঋণ পরিশোধের অপারগতার ক্ষণ হাজির হওয়ার আশংকা রয়েছে । এসব বিষয় নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমামের সঙ্গে রোকেয়া হায়দার ও সরকার কবীরূদ্দীন ।shutdown

Your browser doesn’t support HTML5

shutdown