বিজেপিতে যোগ দিলেন‌ শুভেন্দু অধিকারী

যেমন ধারণা করা গিয়েছিল সেই মতোই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতা ও রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন‌। বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে তাঁর অসন্তোষ ব্যক্ত করে আসছিলেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর আক্রমণের মূল লক্ষ্য‌। আজকেও বিজেপিতে যোগ দেওয়ার পরই সভায় শুভেন্দু বাবু স্লোগান দেন, "ভাইপো হঠাও, রাজ্য বাঁচাও।"

Your browser doesn’t support HTML5

বিজেপিতে যোগ দিলেন‌ শুভেন্দু অধিকারী

জনসভায় অমিত শাহ্ বলেছেন, একে একে তৃণমূল ছেড়ে নেতা ও কর্মীরা বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিচ্ছেন। কারণ, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজনপোষণ, এগুলো তাঁরা আর সহ্য করতে পারছেন না। তৃণমূল ত্যাগের এই জোয়ার এখন চলতেই থাকবে। আর আমরা দেখতে পাব নির্বাচনের আগে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা আর একমাত্র কর্মী থেকে যাবেন। শুভেন্দু অধিকারী ছাড়াও আজ ওই সভায় ৯ জন বিধায়ক এবং তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দিয়েছেন‌। অমিত শাহ্ জনসভায় মেদিনীপুরের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গ্রামে একটি কৃষক পরিবারের বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া সারেন। বিজেপির এখন পাখির চোখ হয়েছে পশ্চিমবঙ্গ দখল। যার জন্য আগামী বিধানসভা নির্বাচনে পুরো বিজেপির হেভিওয়েট নেতাদের তিনি নামিয়ে দিয়েছেন প্রচারের জন্য। আগামীকাল অমিত শাহের বোলপুরে ভোটের প্রচারে যাওয়ার কথা।