গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৬: বাংলাদেশের অবস্থান

Dhaka, Bangladesh

গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৬ তেদেয়া তথ্য মোতাবেক বাংলাদেশে আধুনিক দাসত্বের মধ্যে বসবাস করছেন ১৫ লাখ ৩১ হাজারজন মানুষ।

অস্ট্রেলিয়াভিত্তিক ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রনয়ন করা ওই সূচকে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে রয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বে এখন ৪ কোটি ৫০ লাখের বেশি মানুষ বসবাস করছেন আধুনিক দাসত্বের অধীনে।
এতে আরো বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এ সংখ্যা প্রায় ৩ কোটি। এর মধ্যে ভারত শীর্ষে রয়েছে বলে সুচকে বলা হয়েছে। দেশটিতে এমন মানুষের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫৪ হাজার জন ।

বিশ্বের ১৬৭টি দেশে পরিচালিত জরিপের বিত্তিতে ওই সূচক প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করে সংস্থাটি বলেছে আধুনিক দাসত্বের শিকার বলে যে পরিমাণ মানুষকে দেখানো হয়েছে তার অর্ধেকের বাস এশিয়ার ৫টি দেশে। এগুলো হলো ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তান।

হুমকি, সহিংসতা, জুলুম, ক্ষমতার অপপ্রয়োগ অথবা প্রতারণার মত পরিস্থিতির শিকার হোয়ে যখন কোণ মানুষ এর প্রতিকার করতে পারেন না এমন অবস্থাকে আধুনিক দাসত্ব হিসেবে সংজ্ঞায়িত করেছে সংস্থাটি।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (স্লেভারি)