পশ্চিমবঙ্গে ৮টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৩০০ রাউন্ড গুলিসহ অস্ত্র পাচারকারী গ্রেফতার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের মুখে রাজ্যের হুগলি জেলার ডানকুনি টোলপ্লাজা থেকে ভিনরাজের অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৩০০ রাউন্ড গুলি।সূত্রের খবর, ধৃত যুবকের নাম ব্রিজমোহন তিওয়ারি। সে ঝাড়খণ্ডের পালামৌয়ের বাসিন্দা।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে ৮টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৩০০ রাউন্ড গুলিসহ অস্ত্র পাচারকারী গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনার বজবজে অস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির বুথ সভাপতি। অভিযুক্তকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালান হয়। পুলিশের দাবি, তল্লাশিতে দু’ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে।এদিকে ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের বোমা উদ্ধার হল। ভাঙড় থানার পদ্মপুকুরের মাঠ থেকে ৪১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের সূতিতেও বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, সুতির নতুন চাঁদরা এলাকায় একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে ২টি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার হয়।