মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনা সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সমাজকর্মী

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার দিনই বিরুলিয়া বাজারে চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর চোট পাওয়ার পরপরই মমতার বক্তব্য ছিল, এই কাণ্ডে চক্রান্ত রয়েছে। ইতিমধ্যে দু'দফায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে তৃণমূল। কিন্তু বিজেপির দাবি ছিল, ওখানে 'হামলার' কোনও ঘটনাই ঘটেনি, 'নাটক' করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিবিআই তদন্ত করা হোক। এবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনা সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক সমাজকর্মী। তাঁকে মামলা করতে অনুমতিও দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন।

Your browser doesn’t support HTML5

মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনা সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সমাজকর্মী

সুরজিৎ সাহা নামে ওই সমাজকর্মী হাইকোর্টে আবেদন করে বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে ত্রিস্তরীয় নিরাপত্তা। কিন্তু তা সত্ত্বেও যেভাবে মুখ্যমন্ত্রী আহত হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। আর সেক্ষেত্রে সিবিআইয়ের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আবেদনও জানিয়েছেন। তাঁর সেই আবেদনের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। একইসঙ্গে ওই সমাজকর্মী দাবি করেছেন, ঘটনার পর প্রায় ৭২ ঘণ্টা কেটে গেলেও পুলিশের তরফে কোনও পদক্ষেপ করতে পারেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি।