আমেরিকান ড্রোন হামলায় সোমালিয়ায় চরমপন্থী নিহত হয়েছেন কিনা তা সুস্পষ্ট নয়

Map of Somalia

কর্মকর্তারা নির্ধারন করতে চেষ্টা করছেন যে সোমালিয়ায় আমেরিকান ড্রোন হামলায় চরমপন্থী গ্রুপ আল শাবাবের নেতা আহমেদ আব্দী গোডানে নিহত হয়েছেন কিনা।

সোমালি কর্মকর্তারা বলেন সোমবার নিম্ন শাবেল অঞ্চলে যে শীর্ষ আল শাবাব নেতারা বৈঠক করছিলেন তাদের লক্ষ্য করে সোমবারের আক্রমণ চালানো হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা বলেন রাস্তায় তিনটি মোটার যানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। দুটি মোটরযানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্রের আঘাত লাগে। তৃতীয় মোটর যানটি হয়ত চলে যেতে পেরেছে।

নিম্ন শাবেলের গভর্নর আব্দুল কাদির মোহাম্মদ নুর ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেন যে হাওয়ে এবং সাবেল শহরের মাঝখানে ক্ষেপনাস্ত্রের হামলা হয়।আল শাবাবের শক্তঘাটি বারাওয়ের ৭০ কিলোমিটার উত্তরে ওই ক্ষেপনাস্ত্র হামলা হয়।