মিনেসোটায় কয়েকজন যুবকের আইএসের সঙ্গে যোগ দেওয়ার প্রচেষ্টার মূল্যায়ন করলেন ড: শফি আহমেদ খালেদ

FILE - FBI spokesman Kyle Loven gives a tour of the Emergency Operations Center at the new Minneapolis-area field office in Brooklyn Center, Minnesota, March 9, 2012.

গত সোমবার মিনেসোটায় ৬ ব্যক্তিকে আটক করা হয়। তারা সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করছিল। এরা ৬জনই সোমালী যুবক।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে, এ সম্পর্কে এবং মিনেসোটায় সোমালী সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত বলেন ড: শফি আহমেদ খালেদ। প্রফেসর খালেদ, মিনেসোটার মেট্রোপলিটান স্টেট ইউনিভার্সিটিতে পড়ান।

মুসলিম কমিউনিটিতে এর প্রতিক্রিয়া এবং যে ছেলে মেয়েরা এখানে বড় হচ্ছে, এখানে পড়াশুনা করছে তাদের মধ্যে এই ধারাটা কেন দেখা যাচ্ছে সে সম্পর্কে তিনি তাঁর মতামত দেন।

ড: শফি আহমেদ খালেদের সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড: শফি আহমেদ খালেদের সাক্ষাৎকার