“উত্তমের সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ”- অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

Soumitra

Your browser doesn’t support HTML5

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সেই পঞ্চাশের দশকে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন যে অভিনেতা, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় এতো বছর পরেও অভিনেতা হিসেবে এতোটুকু ম্লান হননি। বরং একের পর এক সফল ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন।

৮৩ বছর বয়সেও মঞ্চ আর ছায়াছবি দুই ক্ষেত্রেই সক্রিয়। নিজেকে এখনও বলেন থিয়েটারের মানুষ। তাঁর দরাজ কণ্ঠের আবৃত্তি শ্রোতাকে মুগ্ধ করে। কবিতার বই লিখেছেন ১৪টি। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে ফ্রান্স সরকার তাঁকে দিয়েছে সে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার। স্বদেশে তিনি আগে থেকেই সন্মানিত হয়েছেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে-সহ বহু পুরষ্কারে। দেশের মানুষের জন্য ভাল কিছু কাজ রেখে যেতে চান তিনি।

সেই ৫০ এর দশক থেকে আজ - কিভাবে তিনি পেরোলেন এই দীর্ঘ পথ? কিভাবে ধরে রাখলেন তাঁর সাফল্য আর জনপ্রিয়তা? সত্যজিৎ রায় আর মহানায়ক উত্তম কুমার সাথে তাঁর সম্পর্ক কেমন ছিল? বাংলাদেশের মঞ্চ নাটক আর চলচ্চিত্র নিয়ে কি ভাবেন তিনি? তাঁর প্রিয় অভিনেতা কারা? এমনি নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

তাঁর সাথে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়