সৌরভের হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়নি- ডাঃ দেবী শেঠী

বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসক দেবী শেঠী আজ কলকাতায় উডল্যান্ডস হাসপাতালে এসে সৌরভ গাঙ্গুলীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি বলেছেন, সৌরভের হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়নি। কুড়ি বছর বয়সে তাঁর হার্টের অবস্থা যেমন ছিল এখনও তেমনই আছে। এখনও ইচ্ছে করলে তিনি বিমান চালানোর মতো শারীরিক ও মানসিক চাপ নিতে পারেন, ম্যারাথন দৌড়েও অংশ নিতে পারেন। ডাঃ দেবী শেঠী জানান, আগামীকাল তাঁকে ছেড়ে দেওয়া যেতে পারে। এরপর সপ্তাহ দুয়েক পরে তিনি ইচ্ছে করলে আরও দুটি অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে নিতে পারেন। আর নিতান্তই অস্ত্রোপচার না চাইলে ওষুধের ওপর নির্ভর করে চিকিৎসা চালাতে পারেন। তবে ডক্টর দেবী শেঠীর মতে, অ্যাঞ্জিওপ্লাস্টি করালে আরও ভাল হয়।

Your browser doesn’t support HTML5

সৌরভের হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়নি- ডাঃ দেবী শেঠী

দেবী শেঠী বলেন, একজন ক্রিকেটার যিনি নিয়মিত শরীর চর্চা করেন, তাঁর এই ধরনের হার্ট অ্যাটাক হওয়াটা আশ্চর্যের! আবার আশ্চর্যের নয় এই জন্য যে তিনি কখনও স্বাস্থ্য পরীক্ষা করাননি। যত ফিট অ্যাথলেটই হোন না কেন, একটা বয়সের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। যদি তা করাতেন তা হলে সৌরভ গাঙ্গুলী আজ এ ভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়তেন না। একথা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি অবাক হয়ে গিয়েছেন সৌরভ গাঙ্গুলী এতদিনে একবারও স্বাস্থ্য পরীক্ষা করাননি জেনে। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। আগামীকাল বুধবার সৌরভ গাঙ্গুলিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।