দক্ষিণ সুদানের নতুন সরকার শপথ নিলো  

দক্ষিণ সুদানের নতুন ঐক্য সরকার শুক্রবার প্রথমবারের মত বৈঠক করল। যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে দেশটিকে পুনঃর গঠন করতে হলে সবাইকে সংগে নিয়েই কাজ করতে হবে আর সে উদ্দেশ্যেই গৃহযুদ্ধে যেসব বিরোধী দল লড়াই করে ছিল তাদেরকেও নতুন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আড়াই বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে দক্ষিণ সুদানের রাজনীতিবিদরা নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। যদিও এই সিদ্ধান্ত নিতে বিরোধীদলের নেতারা কয়েক মাস বিলম্ব করেছেন।

শুক্রবার যুবায় ৩০ জন মন্ত্রী প্রেসিডেন্ট সালভা কিরের কাছে শপথ গ্রহণ করেন। অন্যান্য রাজনৈতিক দলের সদস্যসহ বিদ্রোহী দলের নেতা রিক মাচারকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয় এবং তিনিই তার পছন্দমত ১৪জন মন্ত্রীকে নিয়োগ করেন। এই সরকার গঠন হচ্ছে এক বিশাল পদক্ষেপ যা শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়ক হবে। আন্তর্জাতিক চাপের মুখে ৮ মাস আগে কির এবং মাচার শান্তি চুক্তিতে সাক্ষর দেন।