আমেরিকার অনেক রাজ্যে যখন বিক্ষোভের আগুণ জ্বলছে তখন দু’জন নোভচারীসহ ‘স্পেসএক্স’ আজ দুপুর ৩টা বেজে ২২ মিনিটে পাড়ি জমালো মহাকাশে। টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে রকেটের ভেতরের চিত্র থেকে রকেট উৎক্ষেপণ প্রত্যক্ষ করলেন হাজার হাজার আমেরিকান। আমেরিকার প্রাইভেট কম্পানি প্রথম নভোচারীসহ কক্ষপথে রকেট উৎক্ষেপণ করল। বিলিয়নিয়ার ইলন মাস্কের কোম্পানি ঐ রকেটটি মহাকাশে পাঠাল।
Your browser doesn’t support HTML5
আমেরিকার প্রাইভেট কম্পানি প্রথম নভোচারীসহ কক্ষপথে রকেট উৎক্ষেপণ করে আবারও ইতিহাস রচনা করল