বাংলাদেশে আরো তিনটি জেলায় Anthrax সংক্রমণ ঘটেছে

বাংলাদেশে আরো তিনটি জেলায় Anthrax সংক্রমণ ঘটেছে

বাংলাদেশে আরো তিনটি জেলায়, লালমনিরহাট, মানিকগঞ্জ, এবং সাতক্ষিরায় Anthrax রোগের সংক্রমণ ঘটেছে। সরকারের রোগতত্ব বিভাগের প্রধান জানিয়েছেন গত ৪৮ ঘন্টায় ৮৪জন এই রোগে আক্রান্ত হয়েছে।

মধ্য আগস্টে ছড়িয়ে পড়ার পর, এ পর্যন্ত মোট ৮টি জেলায় Anthrax-এর প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে ৪৪৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

এই বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরূ।