পরীক্ষা-নিরীক্ষার পর হায়দ্রাবাদে স্পাটনিক এর প্রথম ডোজ দেওয়া শুরু

সারা ভারত জুড়ে যখন করোনা প্রতিষেধকের জন্য হাহাকার চলছে, ঠিক সেইসময় এসে হাজির হলো রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পাটনিক' ফাইভ। গত পয়লা মে স্পাটনিক প্রতিষেধকের প্রথম দফা চালান ভারতে এসে পৌঁছেছে। গতকাল পর্যন্ত তা পরীক্ষা-নিরীক্ষার পর আজ শুক্রবার রেড্ডিজ ল্যাবরেটরিজ থেকে জানানো হয়েছে যে তারা হায়দ্রাবাদে স্পাটনিক এর প্রথম ডোজ দেওয়া শুরু করেছে। এই রেড্ডিজ ল্যাবরেটরিজই ভারতে স্পাটনিকের উৎপাদন শরিক হিসেবে চুক্তিবদ্ধ। তারা বলেছে, এখন প্রতি ডোজের দাম হবে এক হাজার টাকার মতো। পরে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরু হলে দাম আর একটু কমতে পারে।

Your browser doesn’t support HTML5

পরীক্ষা-নিরীক্ষার পর হায়দ্রাবাদে স্পাটনিক এর প্রথম ডোজ দেওয়া শুরু

এমনিতে এই মে মাসের মধ্যেই তিন কোটি ডোজ স্পাটনিক ভারতে এসে পৌঁছনোর কথা। সেগুলি নানা রাজ্যে বন্টন করা হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে। এই বছরের শেষাশেষি নাগাদ অন্তত ছ'রকমের করোনা প্রতিষেধক ভারতে পাওয়া যাবে। কোভিশিল্ডের উৎপাদক সংস্থা সিরাম ইনস্টিটিউট জানিয়েছে জুলাই মাস থেকে উৎপাদন অনেকটা বাড়বে। কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক বলেছে, তাদের উৎপাদন অগাস্ট থেকে বাড়বে। আপাতত কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান আরও বাড়িয়ে ১৬ সপ্তাহ করা হয়েছে। এতে কিছুটা হলেও অবস্থা সহনীয় হবে।