শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের পর থেকে দুই বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিখোঁজ দুই বাংলাদেশীর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও অন্যজন শিশু। চার সদস্যর এ পরিবারটি শ্রীলঙ্কাতে বেড়াতে গিয়েছিল।পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করে এই ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে মন্ত্রী শ্রীলঙ্কার জনগণের পাশে বাংলাদেশ রয়েছে তাও উল্লেখ করেন। এ ঘটনায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শোক ও নিন্দা জানিয়েছেন। ওদিকে শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের পর পর ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট