দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যপূরণে ২০১৯-এর তুলনায় ২০২০-এ পশ্চিমবঙ্গের অবস্থান কিছুটা ভাল

পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর হার কমেছে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসবের হারও বেড়েছে। প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ভর্তির হার বেড়েছে। কমেছে মাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দেওয়ার হার। কাজে যোগ দিতে চাওয়া মানুষের অনুপাত বেড়েছে। কিন্তু কমেছে বেকারত্বের হার। এই সব নিরিখে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যপূরণে ২০১৯-এর তুলনায় ২০২০-এ পশ্চিমবঙ্গের অবস্থান কিছুটা ভাল।

Your browser doesn’t support HTML5

দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যপূরণে ২০১৯-এর তুলনায় ২০২০-এ পশ্চিমবঙ্গের অবস্থান কিছুটা ভাল

দীর্ঘস্থায়ী উন্নয়নের দিকে তাকিয়ে রাষ্ট্রপুঞ্জ ২০৩০ সালের জন্য যে সব লক্ষ্যমাত্রা বেঁধেছে, তার ভিত্তিতে কোন রাজ্য কী অবস্থানে রয়েছে, আজ তার রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সার্বিক ভাবে ১৮তম স্থানে পশ্চিমবঙ্গ। প্রথম সারিতে এ বারও কেরল, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু। শেষের দিকে বিহার, ঝাড়খণ্ড, অসম, উত্তরপ্রদেশ, রাজস্থান।