বাংলাদেশে কালবৈশাখীর ঝড়ে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছে

Map of Bangladesh

বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যশোর জেলায় কালবৈশাখীর ঝড়ে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন, ৫০ জন আহত হয়েছেন এবং বিধ্বস্ত হয়েছে শত শত ঘর বাড়ি। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার রাতে প্রায় ঘন্টাব্যাপী চলা ওই কালবৈশাখীর ঝড়ে গাছপালার ক্ষতি হয়েছে
ব্যাপক ভাবে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে জেলার অধিকাংশ এলাকা। গাছপালা উপড়ে
পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কালবৈশাখীর তাণ্ডবে মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা
এবং মাইলের পর মাইল বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি পড়ে যাওয়ায় বিপর্যয় ঘটে বিদ্যুৎ
ব্যবস্থায়। কালবৈশাখীর কারনে মাঠের ধান এবং কলাবাগান, আম বাগান ও লিচু
বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

যশোর থেকে পাওয়া খবরে জানা গেছে কালবৈশাখী উপদ্রুত এলাকায় শত শত পরিবার
গৃহহীন হয়ে পড়েছেন এবং দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব।

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট ঝড়