সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করতে সম্মত সেনাবাহিনী, বলছেন কর্মকর্তারা 

সুদানের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের দেয়া ছবিতে শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহান এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসাবে আব্দাল্লা হামদোককে পুনর্বহালের দলিল দিচ্ছেন, খার্তুম, ২১শে নভেম্বর, ২০২১/এপি

সামরিক ও সরকারি কর্মকর্তারা রবিবার জানান, গত মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদোককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তাঁকে পুনর্বহাল করতে সুদানের সামরিক ও অসামরিক নেতাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছেI

তারা জানান, সামরিক ও সর্ববৃহৎ উম্মাহ দলসহ রাজনৈতিক দলের মধ্যেকার চুক্তির অংশ হিসাবে, ২৫শে অক্টোবরের পর গ্রেফতারকৃত সকল সরকারি কর্মী ও রাজনীতিকদের মুক্তি দেয়া হবে।

কর্মকর্তারা জানাচ্ছেন প্রধানমন্ত্রী হামদোক টেকনোক্র্যাট সমৃদ্ধ স্বাধীন একটি মন্ত্রিসভার নেতৃত্ব দেবেনI তারা জানান এই চুক্তিটি বাস্তবায়নে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সবিশেষ ভূমিকা রেখেছে।

গণবিপ্লবের মাধ্যমে দীর্ঘকালীন স্বৈরশাসক ওমর আল বাশির ও তার ইসলামিস্ট সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার ২ বছরের বেশি সময় পরের এই অভ্যুথান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েI যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং জাতিসংঘ অভ্যুত্থান বিরোধীদের ওপর অতিমাত্রার শক্তি প্রয়োগের নিন্দা জানায়I

সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর সুদানি জনগণ দলে দলে রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন, যে বিক্ষোভ দেশের গণতন্ত্রের পথে হস্তান্তরকে বিপন্ন করেছেIচিকিৎসকেরা অভ্যুথান- বিরোধী বিক্ষোভ চলাকালে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর দেয়ার কয়েক দিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়I

সামরিক বাহিনী ক্ষমতার ওপর কতৃত্ব জোরদার করেছেI সেই লক্ষ্যে গঠন করা হয়েছে নতুন এক সার্বভৌম কাউন্সিল, যা পরিচালনা করবে সামরিক বাহিনীI এই কাউন্সিলের প্রধান হবেন অভ্যুথানের নেতা, জেনারেল আব্দেল ফাতাহ বুরহানI কর্মকর্তারা জানান, চুক্তিটির ঘোষণা করার আগে রবিবার দিনের শেষে, সার্বভৌম কাউন্সিল আলোচনায় বসবেI