সুদানের নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে

সুদানের নিরাপত্তা বাহিনী খার্তুমের একটি সন্দেহভাজন সন্ত্রাসী সেলকে লক্ষ্য করে টিএনটি এবং অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে। সুদানের অ্যাটর্নি জেনারেল তাজ আলসির আলহিবিরের মতে, কমপক্ষে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আরএসএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জামাল জুমা আদমের তথ্য মতে, সুদানের আধা সামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করে। অ্যাডাম বলেন আমরা এই সমস্ত ব্যক্তিদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি যারা ত্রি-রাজধানী জুড়ে বিস্ফোরক ব্যবসা করছিল। ১৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় ও জড়িতদের গ্রেফতার করা হয়।