সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিরোধী একটি বিক্ষোভ মিছিল

Sundarbans, Bangladesh

বিশ্বের সর্ববৃহৎ মানব সৃজিত বন এবং বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন সুন্দরবনের
সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিরোধী একটি বিক্ষোভ মিছিল পুলিশ বৃহস্পতিবার ছত্রভঙ্গ করে দেয় ।

ঢাকায় জাতিয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়া শত
শত লোকের মিছিলটি শাহবাগ ক্রসিং ছেড়ে সামনের দিকে এগুতে চাইলে পুলিশ
তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়লে ও লাঠিপেটা করলে বেশ কয়েকজন আহত হন।
পুলিশ ৬ জনকে আটক করেছে বলে বিক্ষভকারিরা দাবি করেছেন ।

মিছিলের উদ্যোক্তা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির
সদস্য সচিব আনু মুহাম্মদ এক সংবাদ সম্মেলনে মিছিলের ওপর পুলিশের হামলার
নিন্দা জানিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান বাতিলের দাবির বিষয়ে গণভোটের দাবি জানান।
বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে আগামী ৩০শে জুলাই সমাবেশের কর্মসূচি ঘোষণা
করেছে সংগঠনটি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন পরিবেশবাদী ও অন্যান্য সংগঠন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করলে
সুন্দরবন ধংস হয়ে যাবে এমন আশঙ্কায় এর নির্মাণ কাজ বাতিলের দাবি জানিয়ে আসছে।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট সুন্দরবন