৪২ লক্ষ ছাড়াল ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা

ভারতের প্রয়াগরাজের একটি করোনভাইরাস পরীক্ষা কেন্দ্রে লাইনে অপেক্ষা করছেন লোকজন।

গত ক’দিন ধরে বাড়তে বাড়তে ৪২ লক্ষ ছাড়াল ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বিগত কয়েক দিন ধরেই বিশ্বের অন্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে থাকছে ভারত। যে ভাবে নতুন সংক্রমণ বাড়ছে, তা গোটা করোনাকালে বিশ্বের কোনও দেশে হয়নি। আজও সেই প্রবণতার অন্যথা হল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজার ৮০২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩০ হাজার ৫১৩ ও ১৪ হাজার ৫২১ জন। ৯০ হাজার বৃদ্ধির জেরে ভারতে মোট আক্রান্ত হলেন ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩ জন।

Your browser doesn’t support HTML5

৪২ লক্ষ ছাড়াল ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা