শেষপর্যন্ত আজ দুপুরে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের এককালের বান্ধবী ও বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি গ্রেপ্তার করেছে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে সিবিআই তদন্তের পাশাপাশি ওই ঘটনার সঙ্গে মাদকের যোগ নিয়ে তদন্ত করছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। পর পর তিন দিন ধরে রিয়াকে জেরা করার পরে আজ গ্রেপ্তার করা হলো। দিন দুই আগেই রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে এনসিবি মাদক পাচারের দায়ে গ্রেপ্তার করেছিল। তখন থেকে মোটামুটি ধরেই নেওয়া গিয়েছিল যে রিয়ার গ্রেপ্তার সময়ের অপেক্ষা মাত্র। তবে অনেকেই সুশান্তের মৃত্যুর পর রিয়াকে যেভাবে অপরাধী সাব্যস্ত করে নিয়ে তদন্ত চালানো হচ্ছে তার সঙ্গে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক প্রথায় ডাইনি পোড়ানো বা উইচ হান্টের তুলনা করছেন। এ ব্যাপারে কিছু সংবাদ মাধ্যমের দিকে অভিযোগের আঙুল উঠছে। বলা হচ্ছে, কোনও রকম বিচারের আগেই তদন্ত চলাকালে কাউকে দোষী সাব্যস্ত করাটাই অপরাধ।
ইতিমধ্যে রিয়া ও সৌভিক মাদক নিয়ন্ত্রণ সংস্থার কাছে বলিউডের অন্তত ২৫ জন তাবড় তাবড় ব্যক্তির নাম করেছেন, ওঁদের বক্তব্য অনুযায়ী, যাঁরা কোনও না কোনওভাবে মাদক ব্যবহার, চালান, বা বিক্রির সঙ্গে জড়িত। এঁদের মধ্যে নামী দামি অভিনেতা, পরিচালক, প্রযোজক, সকলেই আছেন বলে খবর। এনসিবি এখন রিয়া ও সৌভিকের এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দেখছে। যদি তারা মনে করে এরমধ্যে সত্যতা আছে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে পাঠিয়ে জেরা করা হবে। এবং গ্রেপ্তারও করা হতে পারে।
Your browser doesn’t support HTML5
রিয়া চক্রবর্তীকে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি গ্রেপ্তার করেছে