সুইস আল্পসের নীচ দিয়ে ৫৭ কিলোমিটার লম্বা টানেলটি বিশ্বের সর্ববৃহৎ ও গভিরতম রেল টানেল

সুইস আল্পসের নীচ দিয়ে ৫৭ কিলোমিটার লম্বা টানেলটি এখন বিশ্বের সর্ববৃহৎ ও গভিরতম রেল টানেল।

টানেলটি বানাতে ২ কোটি ৮০ লক্ষ টন পাথর ড্রিল করে সুড়ঙ্গ তৈরী করা হয়। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেনো নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে তা করা হয়।