আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সফল অভিযান

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিরিয়ায় পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট নেতাদের লক্ষ্য করে আইএস জঙ্গিদের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে।

পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন Jeff Davis সোমবার বলেন, যুক্তরাষ্ট্রে বিশেষ বাহিনী সিরিয়ার দিয়ার ইজর প্রদেশে ঐ অভিযান পরিচালনা করে। সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট নেতাদের খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয়েছিল তাদের।

তবে নেতাদের মধ্যে কারা ঐ হামলার লক্ষ্য ছিলেন তা বলেননি ঐ মুখপাত্র।

অভিযানে ২৫ জন ইসলামিক স্টেট যোদ্ধা নিহত হয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর এমন প্রতিবেদনকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন ঐ মুখপাত্র। তবে তিনি, অভিযানে কতজন নিহত হয়েছেন তা বলেননি।