সিরিয়ার আলেপ্পোতে আটকে পড়া বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টার মূল্যায়ন করলেন ড: সাইদ ইফতেখার আহমেদ

People gather to be evacuated from al-Sukkari rebel-held sector of eastern Aleppo, Syria, Dec. 15, 2016.

সিরিয়ার আলেপ্পোতে আটকে পড়া বেসামরিক লোকজনদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বারবার অস্ত্রবিরতি লঙ্ঘিত হচ্ছে।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে এ সম্পর্কে মূল্যায়ন করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ।

ড: আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।

তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড: সাইদ ইফতেখার আহমেদের সাক্ষাৎকার