সিরিয়ায় বিক্ষোভকারিদের ওপর সামরিক বাহিনী লাগাতার অভিযান

সিরিয়ায় বিক্ষোভকারিদের ওপর সামরিক বাহিনী লাগাতার অভিযান

মঙ্গলবার সিরিয়ার দারা শহরে গোলবর্ষণের শব্দ শোনা গিয়েছে – সামরিক বাহিনী সেখানে এই নিয়ে দ্বিতীয় দিনের মতো গণতন্ত্রকামী বিক্ষোভকারিদের ওপর চড়াও হয়েছে । আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে বিক্ষোভকারিদের ওপর এহেন হামলার বিরূদ্ধে সোচ্চার প্রতিবাদ জানালেও ফল তার কিছুই হচ্ছে না – ট্যাঙ্ক ও সেনাদলের অভিযান লাগাতার চলছে । দারা শহরের বাসিন্দারা ঘরের বাইরে বেরুতে সাহস করছেন না ভয়ে। ডজন ডজন লোককে সিরিয়ার সশস্ত্র বাহিনী পাকড়াও করেছে বলে মানবাধিকার গ্রুপগুলো খবর দিয়েছে ।

সোমবার বিক্ষোভকারিদের দমাতে শত শত সিরিয় সৈন্য এবং ট্যাঙ্ক বহর দারা শহরে হাজির হয় এবং সে সময় কম হলেও ২০ ব্যক্তি নিহত বলে প্রত্যক্ষদর্শি ও মানবাধিকার কর্মিরা জানিয়েছেন । বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ অবদমন থামাতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মৌলিক এবং বিশ্বজনিন মানবাধিকার যাতে মেনে চলা হয় সে বাবদে সিরিয় সরকারকে সম্মত করানোর লক্ষে তাঁর দেশ আন্তর্জাতিক শরিক দেশগুলোর সঙ্গে মিলে কাজ করছে । যুক্তরাষ্ট্র সিরিয় নাগরিকদের ওপর এহেন সহিংসতার প্রতি ধিক্কার জানিয়ে এটাকে পুরোদস্তুর ন্যাক্কারজনক বলে অভিহিত করেছে ।