সিরিয়ার পূর্বাঞ্চল থেকে অসামরিক লোকজনকে সরিয়ে নেয়া হয়

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক ষ্টেটের সর্বশেষ ঘাঁটি বাঘুস গ্রাম থেকে শুক্রবার ট্রাক ভর্তি অসামরিক লোকজনকে এলাকা ত্যাগ করতে দেখা গিয়েছে। ইরাকী সীমান্তের কাছে প্রত্যন্ত ঐ এলাকা থেকে কতজনকে সরিয়ে নেয়া হয়েছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

Associated Pressর খবরের বলা হয়েছে, ঐ ট্রাক বহরকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর অস্ত্র সজ্জিত পিক-আপ ট্রাক পাহারা দিয়ে নিয়ে যায়। বাঘুস এলাকা থেকে অসামরিক লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার কোয়ালিশন বাহিনী সেখানে নতুন করে বিমান আক্রমণ চালিয়েছে।

বাঘুস এলাকা থেকে ২হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার একদিন পরে বিমান হামলার পাশাপাশি লক্ষ্যস্থলগুলোতে কামানের গোলা ছোঁড়া হয়।