সিরিয়ার একটি গ্রামে যে কোনো সময় সহিংসতার আশংকা

সিরিয়ার একটি গ্রামে যে কোনো সময় সহিংসতার আশংকা

সিরিয়ার সঙ্গে তুরস্কের যে সীমান্ত, তার কাছাকাছি একটি গ্রামের বাসিন্দারা এখন ভয়ে ভয়ে রয়েছেন – যে কোনো সময় সহিংসতা দেখা দিতে পারে এ আশংকায় । সরকারের পক্ষ থেকে তাদের ভাষায় সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক হত্যাকান্ড ঘটবার কড়া পাল্টা অভিযান চলবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ।

সোমবার সরকারী কর্তাবক্তিরা জানান – গত কদিনের ভেতরে জিসল আস শূগৌরের সংঘাতে আইন বলবত বাহিনীর ১২০ জন সদস্যকে হত্যা করেছে সশস্ত্র দঙ্গলবদ্ধ লোকজন। তথ্যমন্ত্রী আদনান মাহমুদ বলেন – বাসিন্দারা সশস্ত্র ঐ লোকজনের হাতে মানব বর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

মানবাধিকার গ্রুপগুলো বলছে – সরকারী দমন অভিযানে ১১০০ লোকের মৃত্যু হয়েছে – গ্রেফতার হয়েছে দশ সহস্রাধিক মানুষ ।