সিরিয়ায় আসাদ : জরুরী আইন শিগগিরই প্রত্যাহার করা হবে

সিরিয়ায় আসাদ : জরুরী আইন শিগগিরই প্রত্যাহার করা হবে

সিরিয়ার প্রেসিডেনন্ট বাশার আল আসাদ বলছেন যে তিনি আশা করেন সরকার আগামি সপ্তা নাগাদ কয়েক দশকের পুরোনো জরুরী আইন প্রত্যাহার করে নেবে।

দেশব্যাপী সম্প্রচারিত মন্ত্রী সভায় দেওয়া তার ভাষণে মি আসাদ আরও বলেন যে স্থিতিশীলতার ওপর অগ্রাধিকার দেওয়া হচেছ এবং বিক্ষোভের মোকাবিলা কি ভাবে করতে হয় সে সম্পর্কে নিরাপত্তা বাহিনীকে আরও প্রশিক্ষণ দিতে হবে।

প্রেসিডেন্ট বলেন যে বেকারত্ব , বিশেষত তরুণদের বেকারত্ব, সিরিয়ার জন্যে একটি বড় সমস্যা হয়ে রয়েছে। তিনি তার মন্ত্রী পরিষদকে এমন সব পদক্ষেপ নেয়ার আহ্বান জানান যাতে আরও চাকরি সৃষ্টি করা যায়।

সরকার বিরোধী বিক্ষোভকারীরা জরুরী আইন প্রত্যাহোরের দাবি জানিয়ে আসছে।