Your browser doesn’t support HTML5
রবীন্দ্রনাথের জন্মদিনে বাংলাদেশের তরুণ শিল্পী স্বপ্নীল সজীবের ভাবনা
বছর ঘুরে আবার এসেছে পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। “আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে” লিখেছিলেন রবীন্দ্রনাথ। আমরা বোধ করি এখন তাঁর কবিতা গান আরো বেশি করেই পড়ছি বলে মনে হচ্ছে। দেড়শো বছরের বেশি সময় আগে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যাঁর জন্ম, তাঁর গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, দর্শন, ছবি, সর্বোপরি জীবনচর্যা এখনও আমাদের চিন্তার জগতকে আলোড়িত করে। রবীন্দ্রনাথ তাঁর লেখায় ক্রমাগত শান্তির কথা বলে গেছেন, অত্যাচারিতের কথা বলে গেছেন, বঞ্চিতের কথা বলে গেছেন। যুগে যুগে বাঙালী তার সংকটের দিনে তাঁর সৃষ্টির কাছেই ফিরে গেছে এক দণ্ড শান্তির জন্যে।
এসব বিষয় নিয়ে বাংলাদেশের সুপরিচিত তরুণ শিল্পী স্বপ্নীল সজীবের সাথে কথা বলেছেন আহসানুল হক।
Your browser doesn’t support HTML5
রবীন্দ্রনাথের জন্মদিনে বাংলাদেশের তরুণ শিল্পী স্বপ্নীল সজীবের ভাবনা