তালিবান বসন্তকালীন অভিযান শুরু করছে 

আফগানিস্তানে তালিবান বসন্তকালীন আক্রমণ অভিযান শুরু করার কথা ঘোষণা করেছে। সেখান থেকে বিদেশী সেনা বিতাড়িত করার উদ্দেশ্য তারা প্রধানত যুক্তরাষ্ট্র পরিচালিত বিদেশী সেনাদের লক্ষ্য করেই আক্রমণ অভিযান শুরু করবে।

তালিবান সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেযে আফগানিস্তানের ৩৪টি প্রদেশে শুক্রবার সকাল থেকে তারা অপারেশন মান্সুরী নামে দমন অভিযান শুরু করবে। গত বছর আমেরিকার ড্রোন হামলায় যে নিহত তালিবান প্রধান মোল্লা আখতার মন্সুরের নামে তারা ঐ তৎপরতার নাম করণ করেছে।

তারা বলছে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ঐ অভিযান গতানুগতিক হামলা, গেরিলা যুদ্ধ, আত্মঘাতী আক্রমণ, দলের মধ্যে ভিড়ে যেয়ে হামলা করা সহ ঘড়ে তৈরি বোমাও ব্যবহার করা হবে। তালিবান নেতৃত্বাধীন যুদ্ধ পরিষদ এক বিবৃতিতে এ খবর প্রকাশ করেছে।