তালিবানরা বলছে তারাই হাক্কানি নেটওয়ার্ক নিয়ন্ত্রন করে

তালিবানরা বলছে তারাই হাক্কানি নেটওয়ার্ক নিয়ন্ত্রন করে

তালিবানরা বলেছে, পাকিস্তান নয়, বরং তারাই হাক্কানি নেটওয়ার্ক নিয়ন্ত্রন করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই হাক্কানি নেটওয়ার্ককে দোষারোপ করেছে আমেরিকান লক্ষ্যস্থলের উপর বহু আক্রমন চালানোর জন্য। তারা বলেছে ওই নেটওয়ার্ক-এর ইসলামাবাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা আছে।

তালিবান ওয়েব সাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সব বিদ্রোহী তত্পরতা আমাদের নিজেদের উদ্যোগে এবং সেগুলো আমাদের নিজেদের পদক্ষেপ। তারা আরও বলেছে হাক্কানি নেটওয়ার্ক এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই-এর মধ্যে কোন সম্পর্ক নেই।

বিবৃতিতে আরও বলা হয় হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি ও পাকিস্তানি সরকারের মধ্যে সংযোগ আছে, সেটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যক্তিত্বদের বদনাম করা, তাদের নাম বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে জড়িয়ে।