Talk 2 US: ৩৭ তম পর্ব

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি , আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:

শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।

আনিস : শতরূপা , মনে আছেতো গত অনুষ্ঠানে আমরা adjective এর Superlative Form তৈরির নিয়মগুলোর প্রতি নজর দিয়েছিলাম ।

শতরূপা : হ্যাঁ , গত অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে adjective এর Superlative Form এ , বেশির ভাগ সময়ে মূল adjective এর সঙ্গে est, st কিংবা iest যোগ করা হয় এবং এটা ও বলেছিলেন যে কোন কোন ক্ষেত্রে Superlative Form এ , মূল adjective এর পরিবর্তন ঘটে।

আনিস : একদম ঠিক বলছো। এবার গত সপ্তার পড়া ঝালাই করে নেওয়া যাক একটু । প্রথমে আমি একটা adjective , তুমি এর Superlative Form এ বলো এবং সেটা দিয়েই একটা বাক্য তৈরি করো। প্রথম adjective , good

শতরূপা : Best : Titanic got the best movie award

আনিস : এবারের শব্দ large

শতরূপা : The largest shop in the mall was shut down .

আনিস : Old

শতরূপা : This is the oldest statue in the city.

আনিস : Worst

শতরূপা : Ebola is the worst known virus now.

আনিস : Busy

শতরূপা : New York is the busiest city in the US.

আনিস : Big

শতরূপা : He got his biggest award for excellence in journalism.

আনিস : চমৎকার । সব ক’টা বাক্যই ঠিক হয়েছে। এবার আমরা নজর দেবো Superlative Adjective তৈরি করার আরেকটা নিয়মের দিকে। মনে আছে হয়ত যে আমরা বলেছিলাম যে এমন বেশ কিছু adjective আছে যেগুলোর Comparative Form তৈরি করার জন্য আমরা More ব্যবহার করি ।

শতরূপা : হ্যাঁ , যেমন More Efficient , More Competent , More Polite

আনিস : ঠিক তেমনি , এ ধরণের adjective কে Superlative Form করতে হলে আমরা যোগ করবো Most .

শতরূপা : তার মানে আমরা Most Efficient , Most Competent , Most Polite এ ভাভে Superlative Adjective তৈরি করতে পারি ।

আনিস : হ্যাঁ , একদম ঠিক বলেছো। এবার আমি কয়েকটি adjective বলবো, তুমি এগুলোকে Superlative Form e পরিণত করে একটি করে বাক্য তৈরি করো। প্রথম adjective , Modest

শতরূপা : Most Modest : He is the most modest person , I have ever met.

আনিস : Faithful

শতরূপা : Most Faithful : The dog is the most faithful animal.

আনিস : Interesting

শতরূপা : Most Interesting : Hamlet is the most interesting play by Shakespeare .

আনিস : বাঃ । সব ক’টি বাক্যই খুব যুৎসই হয়েছে। আমরা তা হলে জানলাম যে অনেকগুলো adjective এর Superlative Form আমরা Most যোগ করে তৈরি করতে পারি। Adjective সম্পর্কে আমাদের কয়েক পর্বের আলোচনার আমরা এখন প্রায় শেষ পর্বে রয়েছি।

শতরূপা : তবে এ ব্যাপারে আমার আরেকটা বিষয় জানার ছিল ?

আনিস : নিশ্চয়ই

শতরূপা : একটি বাক্যে আমরা অনেক সময়ে একাধিক Adjective ব্যবহার করে থাকি। কোন Adjective টা, আগে বসবে , কিংবা কোনটা পরে বসবে সে ব্যাপারটা বুঝবো কেমন করে।

আনিস : শতরূপা , সত্যিই তুমি খুব একটা প্রয়োজনীয় প্রশ্নই করেছো। এ ব্যাপারে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যেমন ধরো আমরা বলতে পারি A Big fat hen কিন্তু A fat big hen বলা যাবে না।

শতরূপা : তার মানে Size টা আগে আসবে , Shape টা পরে।

আনিস : হ্যাঁ , অনেকটা সেরকমই। এটাতো দুটো Adjective এর ক্রম বা order এর কথা আমরা বললাম। পুরো নিয়মটা এ রকম । Adjective এর মধ্যে প্রথমেই আসবে Quality বা গুণ , তার পর Condition বা অবস্থা , এর পর Size, Age, Shape, Color , Origin , Material এবং Type , মানে ধরণ। একটা কিছুকে দুটো Adjective দিয়ে বর্ণনা করতো শতরূপা।

শতরূপা : A beautiful old House

আনিস : একদম ঠিক বলেছো। এখানে Quality টা আগে বলা হলো , তারপর age টা বলা হলো। আরেকটা বর্ননা শুনি :

শতরূপা : এ রকম কি বলা যায় .. A nice clean white uniform.

আনিস : একদম ঠিক হয়েছে। এখানে প্রথমে আমরা quality , তারপর condition এবং তারপর হচ্ছে color. আচ্ছা, এবার আমি এলোমেলো ভাবে কয়েকটি Adjective দিচ্ছি , একটা নির্দিষ্ট Noun কে describe করতে , তুমি Adjectiveগুলো সাজিয়ে বলো। Noun হচ্ছে, Shoes আর adjectives হচ্ছে , leather, Itlalian , new

শতরূপা : আমার মনে হয় এটা হবে New Italian leather shoe . কি জানি , ঠিক বললাম তো ?

আনিস : একদম ঠিক বলেছো এ ক্ষেত্রে প্রথমে condition , এর পরে origin এবং সবশেষে material বিবরণ ধর্মী adjective বসানো হয়েছে। এবার তা হলে ওঠার পালা।

শতরূপা : তবে তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com

আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে

শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া

আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

Your browser doesn’t support HTML5

Talk 2 US: ৩৭ তম পর্ব