জম্মু ও কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা

Indian Home Affairs

ভারতের জম্মু ও কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিন কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বুধবার, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, কেন্দ্র সরকারের বিশ্বাস, তেহরিক-উল-মুজাহিদিন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দেশে বিভিন্ন নাশকতামূলক হামলায় তারা অংশ নিয়েছে। তাদের হ্যান্ডলাররা বিদেশ থেকে বিভিন্ন ধরনের আর্থিক ও আনুষাঙ্গিক সহায়তা পেয়ে থাকে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৯৯০ সালে আত্মপ্রকাশ করে এই জঙ্গি সংগঠনটি। লক্ষ্য ছিল ‘কাশ্মীরের স্বাধীনতা’। সেই থেকেই বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে এই সংগঠনটি। যে কারণে, বেআইনি কার্যকলাপ রোধ আইনের আওতায় এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।কেন্দ্রের বিবৃতি অনুযায়ী জানা যাচ্ছে, বিভিন্ন সময়ে গ্রেনেড হামলা থেকে শুরু করে অস্ত্র ছিনতাই ও হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা করে চলেছে তেহরিক-উল-মুজাহিদিন। পাশাপাশি, উপত্যকায় মৌলবাদের প্রচার ও প্রসার ঘটানো এবং স্থানীয় যুবকদের নিয়োগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তেহরিক-উল-মুজাহিদিন।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

জম্মু ও কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা