তেলেঙ্গানা রাজ্যের অন্তত ২০০ বিচারক কর্মবিরতি শুরু করেছেন

India

অদ্ভুত দৃশ্য। হায়দ্রাবাদে আদালতে ঘরের বাইরে রীতিমত বিচারকদের নিজস্ব বিশেষ পোশাক গায়ে চড়িয়েই বিক্ষোভ দেখাচ্ছেন তেলেঙ্গানা রাজ্যের নিম্ন আদালতের বিচারকেরা। বুধবার থেকে অন্তত ২০০ বিচারক কর্মবিরতি শুরু করে দিলেন। নিয়োগ আর পদোন্নতি নিয়েই বিবাদের এই জের। ক্রুদ্ধ হাইকোর্ট ইতিমধ্যেই সাসপেন্ড করেছে ১১ জন বিচারককে। হুমকি দিয়েছে আরও শাস্তির। কিন্তু আন্দোলনরত বিচারকেরা নিজেদের সিদ্ধান্তে অবিচল। গোটা দেশে এমন কাণ্ড কেউ কখনও দেখে নি। অনধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হলেও দুই রাজ্যেরই রাজধানী যেমন ১০ বছর থেকে যাবে হাযদ্রাবাদেই, বিভক্ত হয় নি হাইকোর্টও। ফলে নিত্য নতুন মনকষাকষি আর ঝঞ্ঝাট লেগেই রয়েছে। তেলেঙ্গানার রাজনীতিবিদদের অভিযোগ, রাজ্য বিভক্ত হলে কি হয়, অনধ্র প্রদেশের প্রশাসন এখনও তা মেনে নিতে পারছে না, উল্টে খবরদারি চালাচ্ছে তেলেঙ্গানার ওপর। বিচার বিভাগের গোলমালের পেছনেও নাকি সেই সব নিয়েই বিরোধ।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট