রবিবার ভ্যাটিকানে মাদার টেরেসাকে ভূষিত করা হবে সেন্ট টেরেসা অফ ক্যালকাটা সম্মানে

রবিবার কলকাতার সময় বেলা দুটোয় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়্যারে পোপ ফ্রান্সিস মাদার টেরেসাকে ভূষিত করবেন সর্বোচ্চ সম্মানে - `সেন্ট টেরেসা অফ ক্যালকাটা`। যে কলকাতা শহরে ১৯৪৮ থেকে তাঁরই স্থাপিত মিশনারিজ অফ চ্যারিটিজ-এর মাধ্যমে তিনি শুরু করেছিলেন অসহায় দরিদ্র মানুষদের সেবা, সেই শহরের নামই তাঁর সর্বোচ্চ সম্মানের সঙ্গে জড়িয়ে রইল বরাবরের জন্য। ১৯১০ সালে জন্ম-হওয়া অালবেনিয়ার সেই মেয়েটি সন্ন্যাস জীবন বেছে নিয়ে চলে এসেছিলেন অায়াল্যান্ডের ডাবলিনে। তারপর ভারতে। ধীরে ধীরে সিসটার টেরেসা হয়ে উঠলেন মাদার টেরেসা। এ বার সেন্ট টেরেসা। রবিবারের অনুষ্ঠান সাধারণ মানুষ যেন সরাসরি দেখতে পারেন, সে জন্য কলকাতা পুরসভা ও অপর কয়েকটি সংস্থা শহরের বিভিন্ন জায়গায় প্রকাণ্ড টেলিভিশন পর্দায় টিভি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেছে।

Your browser doesn’t support HTML5

রবিবার ভ্যাটিকানে মাদার টেরেসাকে ভূষিত করা হবে সেন্ট টেরেসা অফ ক্যালকাটা সম্মানে