কানপুরে গ্রেফতার অসমের বাসিন্দা হিজবুল জঙ্গি

kanpur DG police

কানপুরে গ্রেফতার অসমের বাসিন্দা হিজবুল জঙ্গি, গণেশ চতুর্থীতে নাশকতার ছক ছিল, দাবি কানপুর পুলিশ প্রশাসনের।কানপুর থেকে ধরা পড়ল হিজবুল মুজাহিদিন জঙ্গি। গ্রেফতার হওয়া সাঁইত্রিশ বছর বয়সি কামার-উজ-জামা অসমের বাসিন্দা বলে জানিয়েছেন কানপুর পুলিশের ডিজিপি ও পি সিংহ। হিজবুলের সক্রিয় সদস্য কামারের গণেশ চতুর্থীতে হামলার প্ল্যান ছিল বলে দাবি করেছেন ডি জি পি ও পি সিংহ। সাংবাদিক বৈঠকে পুলিশকর্তা জানান কানপুরের চাকেরি এলাকা থেকে কামারকে গ্রেফতার করা হয়েছে । সেই সঙ্গে ডি জি পি ও পি সিং বলেছেন তদন্ত চলছে এ ব্যাপারে। এখানকার ধর্মীয় পরিবেশ নষ্ট করতে বা অন্য কোনও উদ্দেশ্যে ও এখানে এসেছিল কিনা, সেটা তদন্তের বিষয় বলে তিনি জানিয়েছেন ।

কানপুর পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সাহায্যে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন স্কোয়াড তাকে গ্রেফতার করে জানা গিয়েছে। গত আট দশ দিন ধরে তারা কামারের গতিবিধির ওপর নজর রাখছিল। তার মোবাইল ফোন ঘেঁটে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, সে রেইকি করছিল।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।