জঙ্গী সংগঠনকে অর্থায়নের অভিযোগে ঢাকায় একজন ব্যবসায়ী গ্রেফতার

জঙ্গী সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে র‍্যা‌পিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব ঢাকা থেকে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে পোশাকসহ বিভিন্ন পণ্যের ব্যবসায় সংশ্লিষ্ট মঞ্জুর এলাহী নামের ঐ ব্যবসায়ীকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যবসায়ী একটি ব্যাংকের মাধ্যমে ৫ লাখ টাকা শহীদ হামজা ব্রিগেডকে দিয়েছিলেন-এমন প্রমাণ মিলেছে বলে র‍্যাব বলছে।

হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা অর্থ যোগান দেয়ার অভিযোগে গত বছর আগস্টে সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম চট্টগ্রামের বাশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার মামলার অভিযোগ পত্রে রয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, গত ৮ অক্টোবর গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকার আশুলিয়ায় আইন-শৃংখলা রক্ষাবাহিনীর জঙ্গীবিরোধী অভিযানে নিহত ১২ জনের মধ্যে ৫ জনের পরিচয় মোটামুটি নিশ্চিত হতে পারলেও ৭ জনের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

জঙ্গী সংগঠনকে অর্থায়নের অভিযোগে ঢাকায় একজন ব্যবসায়ী গ্রেফতার