থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে সংঘর্ষে ৩ জন নিহত ও ৫০ জন আহত

ব্যংককে থাই প্রধানমন্ত্রী ইংগলুক শিনাওয়াত্রার পদত্যাগের দাবীতে গত ২৪ ঘন্টায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। বিক্ষোভরতদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করেছে। ব্যংককের বিভিন্ন স্থানে চলছে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ।

ভয়েস অব আমেরিকার সংবাদদাতা ষ্টিভ হারমান রবিবার জানান গভর্নমেন্ট হাউজের কাছে একটি সেতুর ওপর বিক্ষোভরত থাই জনতা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা আশেপাশের বেশ কয়েকটি সরকারী প্রতিষ্ঠান দখলে নেয়ার চেষ্টা করেন। তারা স্থানীয় টেলিভিশন ষ্টেশনের দিকে মিছিল করেন এবং সরকারের খবর না দেখিয়ে তাদের বিক্ষোভের সংবাদ প্রচারের দাবী জানান। সংঘর্ষের আশংকায় স্থানীয় শপিং মল বন্ধ রাখা হয়।

বিরোধীদলীয় নেতৃবৃন্দ রোববার তাদের বিজয় দিবস হিসাবে ঘোষণা দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী ইংগলুক পদত্যাগ না করা পর্যন্ত তারা সবগুলো মন্ত্রণালয় দখলে রাখবেন।