আরো ১৭৭৮জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে

তৃতীয় দফায় আরো এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো নোয়াখালীর ভাসানচরে।সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে করে এদের ভাসানচরের নিয়ে যাওয়া হয়। এর আগে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে ৩৮টি বাসে এসব রোহিঙ্গাদের চট্টগ্রাম বিএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর শুক্রবার সকালে তাদের বাসে করে চট্টগ্রাম বোর্ট ক্লাব জেটিতে নেয়া হয়। সেখান থেকে তাদের নৌবাহিনীর তত্বাবধানে আগে থেকে প্রস্তুত রাখা ৪টি জাহাজে তোলা হয়।

রোহিঙ্গারা জনান, কক্সবাজারের আশ্রয় কেন্দ্র থেকে ভাসানচরে সুযোগ-সুবিধা বেশি আছে বলে তাদের পরিবারের অনান্য সদস্যরা জানিয়েছে। এ কারনে তারা অনুপ্রাণিত হয়ে ভাসানচরে যাচ্ছেন।

Your browser doesn’t support HTML5

তৃতীয় দফায় আরো ১৭৭৮জন রোহিঙ্গাকে স্থানান্তর করা ভাসানচরে

এর আগে গেল বছরের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করে সরকার।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের কারণে ২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় কেন্দ্রে এসব রোহিঙ্গারা বর্তমানে বসবাস করছে।।