তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারাদেশে ৬৪ পৌরসভার ভোটগ্রহণ অনেকটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।তৃতীয় ধাপের এই নির্বাচনেও উত্তরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো উল্লেখ করার মত।এবারের ভোটেও বড় দুই দলের সমর্থকরা বড় ধরণের কোন অভিযোগ করেননি।

Your browser doesn’t support HTML5

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন

এদিকে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ব্যপক তৎপর ছিলেন। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী ভয়েস অফ আমেরিকাকে বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিলো। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Your browser doesn’t support HTML5

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন

বগুড়ার নন্দীগ্রামের একটি সরকারি কলেজের অধ্যক্ষ জাল ভোট প্রদানের চেষ্টার অভিযোগ পুলিশের হাতে আটক হয়েছেন। অপর দিকে শিবগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিক মেয়র প্রার্থী ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। এছাড়া অন্য পৌরসভাগুলোতে কোন ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি।