নোবেল বিজয়ী ইরান ইয়েমেন ও উত্তর আয়ারল্যান্ডের তিন নারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য বর্তমানে বাংলাদেশ সফররত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনজন নারী ইরানের শিরিন এবাদী, ইয়েমেনের তাওয়াক্কাল কামরান এবং উত্তর আয়ারল্যান্ডের মেরিয়েড মাগুয়ার সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং তাদের সাথে কথা বলেন।
এ সময় এই তিনজন নোবেলজয়ী রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়নকে সুপরিকল্পিত গণহত্যা হিসেবে অভিহিত করে এর জন্য মিয়ানমার সরকার এবং দেশটির সেনাবাহিনীকে দায়ী করেছেন। তারা দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন।
নোবেল জয়ী শিরিন এবাদী বলেন, এই ঘটনার জন্য মিয়ানমার সরকার দায়ী এবং মিয়ানমার সরকারকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যায় দায়ীদের যাতে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা যায় তার লক্ষ্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।


নোবেল জয়ী মেরিয়েড মাগুয়ার বলেন, মিয়ানমার সরকারের এই গণহত্যাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, একটি জাতিসত্ত্বাকে নিশ্চিহ্ন করার জন্য, ইতিহাস থেকে নাম মুছে ফেলার জন্য এই ঘটনা ঘটানো হচ্ছে।
নোবেল জয়ী তাওয়াক্কাল কামরান বলেন, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা সত্যিই লজ্জাকর।

Your browser doesn’t support HTML5

Mrc