টিআইবি’র জরিপ রিপোর্টে বাংলাদেশে সেবাখাতে দুর্নীতি, ঘুষ এবং এ কারণে হয়রানি বেড়েছে

Rangpur, Bangladesh

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি ২০১৫ সালে বাংলাদেশের সেবাখাতে দুর্নীতি সম্পর্কে পরিচালিত এক জরিপ রিপোট প্রকাশকালে বলেছে, তুলনামূলক হিসেবে দেশের সেবাখাতে দুর্নীতি, ঘুষ এবং এ কারণে হয়রানি বেড়েছে। সংস্থাটির জরিপ মতে, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে-পাসপোর্ট প্রদানকারী সংস্থা, দ্বিতীয়স্থানে রয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থাসমূহ এবং তৃতীয় স্থানে রয়েছে শিক্ষা। এভাবে ভূমি প্রশাসন, বিচারিক সেবা, সেবাখাতসহ উল্লেখযোগ্য সব খাতেই এই প্রবণতা দেখা দিয়েছে। ওই জরিপ অনুযায়ী, ২০১৫ সালে মোট ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থের পরিমাণ ৮ হাজার ৮শ ২১ কোটি টাকা-যা জাতীয় বাজেটের তিন দশমিক ৭ শতাংশ। আর এই পরিমাণ ২০১২ সালের তুলনায় দেড় হাজার কোটি টাকা বেশি।
বুধবার এই রিপোর্ট প্রকাশকালে টিআইবি’র প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল উচ্চতর পর্যায়ের পৃষ্ঠপোষকতাকে দায়ী করেন।
জরিপ রিপোর্টে বলা হয়েছে, ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ প্রদানের মূল কারণ হিসাবে ঘুষ না দিয়ে কাংখিত সেবা পাওয়া যায় না-এমন তথ্যটি বেড়িয়ে এসেছে। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দায়ীদের বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক স্বদিচ্ছার সুপারিশ করেছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট