যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সানের এশিয়া সফর

Tillerson w/ Fumio Kishida

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সান বলেছেন, উত্তর কোরিয়া যাতে পারমানবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে জন্য ২০ বছর ধরে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার পর “এটা সুস্পষ্ট যে একটা ভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

টোকিওতে বৃহস্পতিবার আমেরিকান শীর্ষ কূটনীতিক এশিয়ায় তার প্রথম সফরের শুরুতে বলেন তিনি যে ওই অঞ্চলে যাচ্ছেন তার একটা কারণ হচ্ছে, জাপান দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে মতামত বিনিময় করা যে কি ভাবে অন্যান্য উপায় অগ্রসর হওয়া যায়।

রেক্স টিলার্সান, জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিডা’র সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, “উত্তর কোরিয়া এবং তার জনগনকে, যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলে তাদের প্রতিবেশী যারা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিতে বাস করতে চায়, তাদের ভয় পাওয়ার কিছু নেই।” তিনি উত্তর কোরিয়ার প্রতি তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিত্যাগ করার আহবান জানান।

রেক্স টিলার্সান শুক্রবার দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।