টিপু সুলতানের জন্মদিবস উদযাপনকে কেন্দ্র করে তীব্র আন্দোলন

tipu sultan-protest

কর্ণাটকে টিপু সুলতানের জন্মদিবস উদযাপনের বিরোধী বিজেপির তীব্র আন্দোলনের মুখে আজ স্বয়ং মুখ্যমন্ত্রীও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না।

ভারতের প্রতিটি ইতিহাস বইয়ে চিরকাল টিপু সুলতানের পরিচয় মহীশূরের বাঘ হিসেবে, যাঁর বীরত্বের কাছে ইংরেজের বিপুল শক্তিও পরাভূত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁকে প্রথম যুগের স্বাধীনতা সংগ্রামী বলে সম্মান জানানো হয়। তা ছাড়াও বহু ভালো কাজ করেছেন তিনি। যার জন্য কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সময় থেকেই কর্ণাটকে সরকারি ভাবে টিপুর জন্মদিবস পালন করা হচ্ছে। বর্তমান জেডিএস-কংগ্রেস জোট সরকারও সেই ট্র্যাডিশন বজায় রাখতে আজ টিপু সুলতানের জন্মদিবস পালনে উদ্যোগী হয়। কিন্তু বিজেপির মতে, টিপু ছিলেন একজন স্বৈরাচারী মুসলিম শাসক, যিনি বহু হিন্দু মন্দির ও খ্রিস্টান গির্জা ধ্বংস করেছেন। কাজেই জনগণের টাকায় এ হেন একজনকে সম্মান জানানোর অধিকার সরকারের নেই। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে কর্ণাটকে উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটি কেন্দ্রেই বিজেপির ভরাডুবি হয়েছে। এই অবস্থায় আজ রাজ্য জুড়ে বিজেপি তীব্র আন্দোলন শুরু করে। বহু আন্দোলনকারীকে গ্রেফতার করা হলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যত্রও। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেননি।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

কর্ণাটকে টিপু সুলতানের জন্মদিবস উদযাপনে তীব্র আন্দোলন