বঙ্গোপসাগরে নিরাপত্তা বিধানে বাংলাদেশের বড় ভূমিকা আছে - টম কেলি

Tom Kelly interviewed by Ahsan

ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে দেয়া একটি একান্ত সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি টম কেলি তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং দুই দেশের নিরাপত্তা সম্পর্ককে ইতিবাচক বলে বর্ণনা করেন। কিছুদিন আগে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হলো ঢাকায়। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন টম কেলি। তিনি বলেন, বঙ্গোপসাগরে নিরাপত্তা বিধানে বাংলাদেশের বড় ভূমিকা আছে। এ কাজে সাহায্য করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি আধুনিক নৌযান দিয়েছে, যার নামকরণ করা হয়েছে সমুদ্র জয়। সাগরে নিরাপত্ত রক্ষায় ব্যবহারের জন্য বাংলাদেশকে আরো নৌযান দেবার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে তিনি জানান। এছাড়া বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনতে নিচে ক্লিক করুন।

Your browser doesn’t support HTML5

Tom Kelly