যুক্তরাষ্ট্রকে ১০২ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে টয়োটা

বিশ্বের সর্ববৃহৎ গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন স্বীকার করেছে যে তারা ভয়াবহ নিরাপত্তা সমস্যা সম্পর্কে কয়েক বছর আগে ক্রেতাদেরকে ঠিকমত অবহিত করেনি এবং এজন্য তারা যুক্তরাষ্ট্রকে ১০২ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

বুধবার ওয়াশিংটন ডিসিতে এ্যাটর্নী জেনারেল এরিক হোল্ডার এক ঘোষণায় বলেন চার বছর ধরে চলা এই মামলায় ঔ প্রতিষ্ঠানটির আচরণ ছিল লজ্জাজনক। হোল্ডার বলেন টয়োটা তার গাড়ীর নিরাপত্তার চেয়ে প্রতিষ্ঠানের ইমেজ নিয়েই বেশী চিন্তিত ছিল।

প্রতিষ্ঠানটি স্বীকার করেছে টয়োটা ও লেক্সাসের ২০০৯ ও ২০১০ সালের কিছু গাড়ীতে গিয়ারের সমস্যা ছিল। এর ফলে ঐসব গাড়ী চলন্ত অবস্থায় নিয়ন্ত্রনে সমস্যা হওয়ার কথা। এটা জানাজানি হওয়ার পর কোম্পানী ১ কোটি গাড়ী রিকল করে; কিন্তু কোন কোনো ক্ষেত্রে গাড়ীর মালিকদেরকে দায়ী করা হয় বলে অভিযোগ ওঠে।

টয়োটার বিরুদ্ধে শত শত মামলা করা হয়। প্রায় ৪০০ মামলার সনমাধান হয়েছে প্রায় ১০০ কোটি ডলার ব্যায় করে।