টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসায় আনন্দিত বাংলাদেশ

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের সমন্বয়ে ট্রান্স-প্যাসেফিক পার্টনারশীপ বা টিপিপি অংশীদারী চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসায় বাংলাদেশ আনন্দিত। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প মালিকরা বলছেন, টিপিপি বাস্তবায়িত হলে ওই চুক্তিভুক্ত অন্যতম দেশ, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার মাধ্যমে বেশি লাভবান হতো।

গার্মেন্টস শিল্প মালিকরা মনে করেন, বাংলাদেশী গার্মেন্টস শিল্প কারখানার শ্রম কর্মপরিবেশ উন্নয়নসহ এখাতে ব্যাপক উন্নয়নের বিষয়টি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে জানাতে হবে।

অর্থনীতিবিদগণ মনে করেন, পণ্য বাজার বহুমুখীকরণের ক্ষেত্রে টিপিপি বাংলাদেশের জন্য একটি বড় ঝুকি সৃষ্টিকারী বিষয় ছিল
এদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, যুক্তরাষ্ট্র টিপিটি থেকে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ বিষয়; কারণ বাংলাদেশ টিপিপি অংশীদার হতে পারেনি। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসায় আনন্দিত বাংলাদেশ