উত্তর বঙ্গের পাহাড়ের দার্জিলিং ম্যালে বানিজ্য সম্মেলন

Mamata Banerjee

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পাহাড়ে আজ থেকে শুরু হল দুদিনের বাণিজ্য সম্মেলন। এই প্রথমবার পাহাড়ে এ ধরনের সম্মেলন হচ্ছে।
আজ উত্তর বঙ্গের পাহাড়ের দার্জিলিং ম্যালে বানিজ্য সম্মেলনের শুরু হল । প্রসংগত বলাযেতেপারে বিগত এক বছরেরও বেশী সময় ধরে চলাপাহাড়ে অশান্তির জেরে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই পাহাড়ে বাণিজ্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।বানিজ্য সম্মেলনেযোগ দিলেন শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া সহ বহু বিশিষ্ট শিল্পপতি। চা, পর্যটন, হর্টিকালচার, হোটেল, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এই সম্মেলনে। সেই সংগে পাহাড়ের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ নিয়েও কথা হবে এই বানিজ্য সম্মেলনে বলে খবর।

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট মমতা